QURANIC ARABIC
Learn quranic arabic - কুরআনিক অ্যারাবিক শিখুন
সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। একজন মানুষের জন্মের পর থেকে এই সম্পদ ইচ্ছায় বা অনিচ্ছায় হোক শেষ হয়ে যাচ্ছে। এই অমূল্য সম্পদকে ধরে রাখার একমাত্র উপায় আল্লাহ নির্ধারিত কাজ করা । মানুষের জীবনে পেশা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সবকিছু না। মানুষ সৃষ্টির সেরা জীব। সুতরাং তাঁর লক্ষ্যও হওয়া উচিত সেরা। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে স্রষ্টা কর্তৃক জীবনবিধানকে ভিশন হিসেবে নিতে হবে। মানবরচিত কোন বিধান মানবজাতির মুক্তির জন্য যথেষ্ট নয়। আল কোরানকে জানা, বোঝা ও মানার জন্য মানুষের সর্বাত্মক চেষ্টা থাকতে হবে। কোরান মানুষের জন্য একটি অশেষ নেয়ামত তাই কোরান জানার বোঝার চেষ্টা করা আমাদের জন্য জরুরি।
কোরানিক এরাবিক ভাষা জানা কোরানকে ভালো ভাবে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা পূর্বে যতটা অসম্ভব মনে হত, কোরানিক স্কলারদের অক্লান্ত প্রচেষ্টায় আজ সেটা ততটাই সহজ। বাংলাভাষীদের জন্য মাত্র ৮০+( আশিটি) শব্দ শিখে কোরানের ৭৭,৮০০শব্দের মধ্যে প্রায় ৪০,০০০ শব্দ অর্থাৎ ৫০% শব্দ আয়ত্তে আনা সম্ভব। তাহলে আমাদের ১ম পদক্ষেপ হলো লেভেল ১ -এ ৮০+ টা কোরানিক এরাবিক শব্দ ও কিছু এরাবিক রুলস জানা। ্পরবর্তীতে, লেভেল ২ (৭০%) এবং লেভেল ৩ (৮৫%) কোর্সের পর সব মিলিয়ে প্রায় ছয়শত কুরআনিক শব্দ এবং গুরুত্বপূর্ন গ্রামাটিকাল রুলস আয়ত্ব করার মাধ্যমে আমরা কুরআনকে বোঝার দিকে অনেকটাই এগিয়ে যেতে পারি। সবশেষে, লেভেল ৪ -এ বাক্যাংশ এবং বাক্যের গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।